- ভৌত অবকাঠামো
চিতোষী রহমত আলী এন্ড মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় একটি পাবলিক কেন্দ্রস্থ্য বিদ্যালয়। চাঁদপুর জেলার অন্তঃগত শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের ১নং ওয়াডের চান্দল গ্রামে স্থাপিত। তৎকালীন জমিদার জনাব রহমত আলী ও মোহাম্মদ আলী উভয় মিলে সুনাগরিক গড়ে তলার লক্ষ্যে মনরম পরিবেশে বিদ্যালটি স্থাপন করেন। বর্তমানে বিদ্যালয়টির জমির পরিমাপ ৪.১০ একর। বিদ্যালয়ের চতুর পাশ্বে বেস্টনি দেয়াল দ্বারা ণির্মিত । বিদ্যালয়ের রয়েছে একটি খেলার মাঠ, শহীদ মিনার, বাগান ও ৪টি পাকা ও ১টি আধা পাকা একাডেমিক ভবন রয়েছে। দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা বিদ্যালয়ের শ্রেণী কর্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে অধ্যায়নরত ছাত্র-২১৫ জন এবং ছাত্রী-৩১১জন রয়েছে পড়ালেখার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রধান করা হয়। বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল সন্তসজনক। তাছাড়া যাতায়াতের জন্য রাস্তা গুলো উপযোগী যা দিয়ে সহজে উপজেলা, জেলা ও বাংলাদেশের রাজধানী সহ অন্যান্য জায়গায় যাতায়াত করা যায়।
- সভাপতির বার্তা

বিস্তারিত...
- গুরুত্বপূর্ণ লিংক
- গুগল ম্যাপ
- অফিসিয়াল ফ্যান পেইজ
- জাতীয় সংগীত